মীর আকতারের আড়াইশ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশ: মার্চ ১৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আকতার হোসেন লিমিটেডের ২৪৯ কোটি ৯০ লাখ টাকার জিরো কুপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮১৪তম কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মীর আকতার হোসেনের ২৪৯ কোটি ৯০ লাখ টাকার বছর মেয়াদি রূপান্তর অযোগ্য, পুরোপুরি অবসায়নযোগ্য, আনসিকিউরড জিরো কুপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডটির ইস্যু মূল্য ২০৭ কোটি ১৮ লাখ টাকা। এর ইউনিটপ্রতি অভিহিত মূল্য লাখ টাকা। বাজার বিবেচনা করে বন্ডটি থেকে শতাংশ ডিসকাউন্টে ইস্যু করা হবে। বন্ড ইস্যুর ১৮ মাস পর থেকে ষান্মাসিক ভিত্তিতে মোট ৪৮ মাসের মধ্যে ছয় মেয়াদে পুরো অর্থ অভিহিত মূল্যে পরিশোধ করা হবে। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ঋণ পরিশোধ চলতি মূলধন বাড়ানোর ক্ষেত্রে ব্যয় করা হবে। বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে। বন্ডটির ট্রাস্টির দায়িত্বে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫