আমদানি পর্যায়ে নিত্যপণ্যের ভ্যাট কমাতে নির্দেশনা মন্ত্রিসভার

প্রকাশ: মার্চ ১৪, ২০২২

বণিক বার্তা অনলাইন

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আমদানি পর্যায়ে ভোজ্য তেলসহ প্রয়োজনীয় নিত্যপণ্যের ভ্যাট কমাতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের ভোক্তা পর্যায়ে শুল্ক কমানো সংক্রান্ত ফাইলে আইনমন্ত্রী অনুমোদন দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে আজকে এসআরও  জারি করা হবে। তবে আমদানি পর্যায়ে শুল্ক সর্বোচ্চ কমানোর বিষয়টি বিবেচনার জন্য বলেছে মন্ত্রিসভা।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরো জানান, গতকাল রোববার পণ্যের দাম সহনীয় রাখতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে ভোক্তা পর্যায়ে নিত্যপণ্যের ভ্যাট তুলে দেয়াসহ বেশিকিছু সিদ্ধান্ত হয়। এসব বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মত হয়েছেন। তিনি এ ব্যাপারে শক্ত নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ভোজ্য তেল আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। তা কতটুকু কমানো যায়, সে ব্যাপারে এনবিআরকে নির্দেশনা দেয়া হয়েছে। ভোজ্যতেল, চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যে আমদানি পর্যায়ে ভ্যাট কমাতে বলা হয়েছে।

এসময়, যেসব পণ্যে স্বল্পতা থাকবে; সেসব পণ্যে ভ্যাট কম পর্যায়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এর কারণ হিসেবে তিনি বলেন, এনবিআরের কাছে হিসেব থাকবে না। তাই সর্বনিম্ন পর্যায়ে নেয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫