ইউক্রেন যুদ্ধ

পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভের সেনা ঘাঁটিতে রাশিয়ার বিমান হামলা শুরু

প্রকাশ: মার্চ ১৩, ২০২২

বণিক বার্তা অনলাইন

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভের ইয়াভোরিভ জেলার একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা শুরু করেছে রাশিয়া। আজ রোববার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, ইয়াভোরিভের এ সামরিক ঘাটিটি পোল্যান্ড সীমানা থেকে মাত্র ২৫ মাইল দূরে অবস্থিত। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এটি একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ছিল। 

লিভিভের আঞ্চলিক সামরিক প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিসকিপিং অ্যান্ড সিকিউরিটিতে বিমান হামলা চালায় রাশিয়া। আজ সকালে এ হামলা শুরু করে রুশ সেনারা। প্রাথমিক তথ্য অনুযায়ী, আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা।

দেশটির সশস্ত্র বাহিনীর একাডেমি অব ল্যান্ড ফোর্সেসের মুখপাত্র আন্তন মিরোনোভিচের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, একটি সামরিক ইউনিটে হামলা চালানো হয়েছিল। প্রাথমিক তথ্য বলছে, এ হামলায় কেউ মারা যায়নি। তবে কয়েকজন আহত হয়েছেন। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।  


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫