কোম্পানির ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ বিএসইসির

প্রকাশ: মার্চ ০৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওয়েবসাইট হালনাগাদে ডিএসই সিএসইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বিএসইসি। সম্প্রতি -সংক্রান্ত চিঠি উভয় স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে।

চিঠিতে বিএসইসি জানিয়েছে, কোম্পানিগুলোর সাম্প্রতিক/চলতি সময়ের বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের তালিকা হালনাগাদ করে ওয়েবসাইটে আপলোডের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে ডিএসই সিএসইকে নির্দেশনার আপডেট জানিয়ে একটি প্রতিবেদন সাত কার্যদিবসের মধ্যে কমিশনে পাঠাতে বলা হয়েছে।

জানা গেছে, তালিকাভুক্ত কয়েকটি কোম্পানির চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক নিজেদের শেয়ার বিক্রি করে দিলেও সেই তথ্য স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে হালনাগাদ করা হয়নি। এছাড়া কয়েকটি কোম্পানি আর্থিক প্রতিবেদনও হালনাগাদ করেনি। এমন বেশকিছু অভিযোগের ভিত্তিতে নির্দেশনা দিয়েছে বিএসইসি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫