কারণ ছাড়াই শেয়ারদর বাড়ছে এপেক্স স্পিনিং ও ফুডসের

প্রকাশ: ফেব্রুয়ারি ২৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড এপেক্স ফুডস লিমিটেডের শেয়ারদর লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ছে। তবে এর পেছনে কোম্পানিটির কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি দুটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে গতকাল তথ্য জানানো হয়েছে।

গত ফেব্রুয়ারি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের শেয়ারের সমাপনী দর ছিল ১২৮ টাকা ৫০ পয়সা, যা ২২ ফেব্রুয়ারি লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় ১৭৮ টাকা ৫০ পয়সায়। সর্বশেষ গতকাল শেয়ারটি দশমিক ৮০ শতাংশ বা টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩ টাকা ৫০ পয়সায়।

অন্যদিকে এপেক্স ফুডসের বাজার বিশ্লেষণে দেখা যায়, ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১৭৩ টাকা ৩০ পয়সা। ২২ ফেব্রুয়ারি লেনদেন শেষে যা বেড়ে দাঁড়ায় ২২৫ টাকা ৭০ পয়সায়। যদিও গতকাল শেয়ারটির দর দশমিক ৭৫ শতাংশ বা টাকা ২০ পয়সা কমে দাঁড়ায় ২১৯ টাকা ৫০ পয়সায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫