নারী উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ দেবে বিসিক

প্রকাশ: ফেব্রুয়ারি ২২, ২০২২

দেশের শিক্ষিত আগ্রহী নারী উদ্যোক্তাদের জন্য সপ্তাহব্যাপী উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প করপোরেশনের আওতাধীন বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)

যারা শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা গড়ে তুলতে চান তাদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী প্রশিক্ষণ কোর্স প্রণয়ন করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সটি আগামী -১০ মার্চ পর্যন্ত চলবে। স্কিটি ১৯৮৫ সাল থেকে পর্যন্ত ৫০ হাজারের অধিক সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিত থেকে ভার্চুয়ালি (অনলাইনে) অংশগ্রহণ করা যাবে।

সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে ইচ্ছুক নারী উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে হাজার টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদের জন্য ৫০০ টাকা। আগ্রহী নারী উদ্যোক্তাদের আগামী মার্চ সকাল সাড়ে ৯টার মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫