পেনিনসুলা চিটাগং

শেয়ার কিনেছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালক

প্রকাশ: ফেব্রুয়ারি ০৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার কেনা সম্পন্ন করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের অন্যতম উদ্যোক্তা-পরিচালক আয়েশা সুলতানা। বিদ্যমান বাজারদরে ভ্রমণ খাতের কোম্পানিটির লাখ ১৭ হাজার শেয়ার কিনেছেন তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

এর আগে গত ২৬ জানুয়ারি শেয়ার কেনার ঘোষণা দেন আয়েশা সুলতানা। ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে শেয়ার কেনার কথা জানান তিনি। চট্টগ্রামভিত্তিক কার্যক্রম পরিচালনাকারী পেনিনসুলা চিটাগং দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৪ সালে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৩৫ কোটি ৫২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০। এর মধ্যে ৫০ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ২৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য শতাংশ সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে বাকি ৩৯ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫