নিরিবিলি পরিবেশে টেলিভিশন শিল্পীদের ভোট প্রদান

প্রকাশ: জানুয়ারি ২৯, ২০২২

ফিচার প্রতিবেদক

চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনী পরিবেশ একেবারে উল্টো। শিল্পকলা একাডেমির বাইরে থেকে টেরই পাওয়া যাবে না। এখানেও বিএফডিসির মতো চলছে একই ঘরানার আরেকটি নির্বাচন।

অভিনয় শিল্পী সংঘের সাবেক সাধারণ সম্পাদক এবারের সভাপতি প্রার্থী আহসান হাবিব নাসিম গতকাল জানান, সকাল ৯টা থেকে বেশ নিরিবিলি পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ চলছে। আশা করছেন, দুপুরের পর ভোটার উপস্থিতি দ্বিগুণ হবে। সংঘের হয়ে এবারের নির্বাচনে ২১টি পদে লড়াই করছেন ৪৮ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে লড়াই করছেন আহসান হাবিব নাসিম . শাহাদাৎ হোসেন (নিপু) সহসভাপতি পদের তিনটি পদের জন্য লড়ছেন পাঁচজনআনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার সেলিম মাহবুব।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান কবীর টুটুল। দুই যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকী, শামীমা তুষ্টি জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ জুলফিকার চঞ্চল। অর্থ সম্পাদক পদে সায়েম সামাদ মুহাম্মদ নূর আলম। দপ্তর সম্পাদক পদে মামুন অর রশিদ শেখ মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে মাহাবুবুর রহমান মোল্লা রাশেদ মামুনুর রহমান অপু। আইন কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর রওনক বিশাকা শ্যামলী। প্রচার প্রকাশনা সম্পাদক পদে প্রাণ রায় মুকুল সিরাজ। তথ্য প্রযুক্তি সম্পাদক পদে লড়াই করছেন তিনজনআবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল সুজাত শিমুল। এছাড়া সাতটি কার্যনির্বাহী পদের জন্য নির্বাচন করছেন আরো ২০ জন প্রার্থী।

বেলা ৩টার দিকে ভোট দিতে আসেন গুণী অভিনেতা আসাদুজ্জামান নূর। তিনি বলেন, আমরা শিল্পীরা সৃজনশীলতার মধ্য দিয়ে শিল্প চর্চা করি। নির্বাচন একটা সবার মিলনমেলা। এখানে কে হারল কে জিতল এটি মুখ্য বিষয় না। যারা জিতবে আশা করি তারা শিল্পীদের স্বার্থে কাজ করবেন। শিল্পীরা যাতে অভিনয়টা পেশা হিসেবে নিতে পারেন, তার জন্য আরো বেশি গুরুত্ব দেয়। এটাই আমার নির্বাচিত সদস্যদের কাছে চাওয়া।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা থাকলেও ধীরগতি দিনের প্রথম দিকে ভোটার কম আসায় যথাসময়ে ভোটগ্রহণ শেষ হয়নি। বিকালে দেখা যায় ভোটের সময় শেষ হলেও লাইনে দাঁড়ানো দেড় শতাধিক শিল্পী। সবাই চান ভোট দিতে। ফলে ঘণ্টা সময় বাড়ানো হয়। একই দিনে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থাকায় দুই সংগঠনের ভোটার, এমন শিল্পীদের দুই জায়গায় ভোট দেয়ার জন্য ছোটাছুটি করতে হয়। প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ জানান, এবার ৭৪৮ জন ভোটার ভোট দিতে পারবেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫