আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

প্রকাশ: জানুয়ারি ২৯, ২০২২

ক্রীড়া প্রতিবেদক

আগামী মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে গতকাল শুক্রবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণা করা হয়। 

সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ক্রিকেট বাছাইয়ের জন্য বাংলাদেশ টি২০ দলে জায়গা হারানো পেস বোলার জাহানার আলম ফিরেছেন বিশ্বকাপের দলে। 

বিশ্বকাপ সামনে রেখে আজ থেকে মিরপুর বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শুরু করবেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। 

বিশ্বকাপ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিঙ্কি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, শবনম মোস্তারি, ফারিহা ইসলাম তৃষা, সুরাইয়া আজমিম, শানজিদা আখতার মেঘলা। 



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫