ভারতী এয়ারটেলে ১০০ কোটি ডলার বিনিয়োগ গুগলের

প্রকাশ: জানুয়ারি ২৯, ২০২২

বণিক বার্তা ডেস্ক

ভারতের টেলিকম জায়ান্ট ভারতী এয়ারটেলে শতকোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে গুগল। গতকাল উভয় কোম্পানি তথ্য নিশ্চিত করেছে। গুগলের বড় অংকের বিনিয়োগে ভারতী এয়ারটেলের ডিজিটাল সেবা আরো বিস্তৃত হবে বলে আশা করছে তারা। খবর রয়টার্স।

কোম্পানি দুটি জানায়, গুগলের বিনিয়োগের মধ্যে এয়ারটেলের শেয়ারপ্রতি ৭৩৪ রুপি বা দশমিক ৭৭ ডলার মূল্যে ৭০ কোটি ডলার ইকুইটি। এছাড়া বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে থাকছে ৩০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ।

বিনিয়োগ বাস্তবায়নের আগে নিয়ন্ত্রক সংস্থা শেয়ারহোল্ডারদের অনুমোদন লাগবে। মাসখানেক আগেই এয়ারটেল বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে ২১ হাজার কোটি রুপি বিনিয়োগ তুলেছে। গুগলের বিনিয়োগ ঘোষণার পর এয়ারটেলের শেয়ারদর শূন্য দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৭১১ রুপিতে দাঁড়িয়েছে।

প্রায় দেড় বছর আগে ২০২০ সালের জুলাইয়ে ইকুইটি চুক্তি অন্যান্য মাধ্যমে গুগল ভারতে পাঁচ থেকে সাত বছরের মধ্যে হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করে। এর আগে ২০২০ সালের জুলাইয়ে গুগল ভারতের রিলায়েন্স ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডিজিটাল ইউনিট জিও প্লাটফর্মসে সাড়ে ৪০০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। এর মাধ্যমে জিওর পরিচালনা পর্ষদে সুযোগ পেয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫