ইউক্রেন সংকট

রাশিয়া সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে: ব্রিটেন

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২২

বণিক বার্তা অনলাইন

ইউক্রেনের উপর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই রাশিয়া সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে ব্রিটেন। আজ শুক্রবার এ বিষয়ে সতর্ক করেছে ব্রিটেনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি)। খবর রয়টার্স

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের জিসিএইচকিউর গোপনীয় গোয়েন্দা সংস্থার প্রতিষ্ঠান এনসিএসসি বলেছে, বড় ব্যবসায়িক সংস্থাগুলোতে রাশিয়া সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে। তাই এসব প্রতিষ্ঠানগুলোকে সাইবার আক্রমণের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা জোরদার করতে সতর্ক করেছে এনসিএসসি।

রয়টার্স জানায়, কিছুদিন আগে সাইবার আক্রমণ নিয়ে পশ্চিমা দেশগুলোও আশংকা করেছিল। এখন এ আশংকা আরো জোরদার হচ্ছে। 

এনসিএসসির ডিরেক্টর অব অপারেশন্স পল চিচেস্টার জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরে তারা লক্ষ্য করেছেন, সাইবার স্পেসে রাশিয়া প্রভাব বিস্তার করছে। এ মাসের শুরুতে ইউক্রেনে একটি সাইবার হামলা হয়, যা আগে থেকে সতর্ক করেছিল তারা। ইউক্রেন জানিয়েছে, হামলার পেছনে মস্কো জড়িত ছিল।

ইউক্রেনের ঘটনাগুলো থেকে বোঝা যায়, এটি রাশিয়ার কাজ। আগের অন্যসব হামলার সঙ্গে এটির মিল রয়েছে বলে জানান পল চিচেস্টার। হার্ভার্ডের কেনেডি স্কুলের বেলফার সেন্টারের ২০২০ সালের র্যা ঙ্কিং অনুসারে বিশ্বের শীর্ষ সাইবার আক্রমণাত্মক শক্তি হল মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫