শনাক্ত বেড়ে প্রায় ১৬ হাজার, ১৫ জনের মৃত্যু

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২২

বণিক বার্তা অনলাইন

গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৮০৭ জন। এছাড়া ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭ জন রোগী। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ১৫ জনসহ দেশে এখন পর্যন্ত কভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৮৮ জনের। এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জন। সব মিলিয়ে এ রোগে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন। 

গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ৪৯ হাজার ৫৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। তারমধ্যে ৪৯ হাজার ৪২৫টি পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৯৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন ঢাকা বিভাগের বাসিন্দা। চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন তিনজন। এছাড়া রাজশাহীতে দুইজন, বরিশাল ও রংপুর বিভাগের একজন করে বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও ১০ জন নারী ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫