বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যু

প্রকৃত কারণ উদ্ঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সম্প্রতি নয় জেব্রা মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং করণীয় বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কমিটি গঠন করে।

কমিটিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে আহ্বায়ক এবং পরিবেশ- শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক বিভাগীয় প্রধান . মোহাম্মদ মনিরুল হাসান খান, বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক এবং কেন্দ্রীয় পশু হাসপাতালের সাবেক চিফ ভেটেরিনারি অফিসার ডা. এবিএম শহীদুল্লাহ।

তদন্ত কমিটিকে জেব্রাগুলোর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন, ঘটনায় সাফারি পার্কে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীদের গাফিলতি পরিলক্ষিত হলে তা চিহ্নিতকরণ এবং ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ-সংবলিত তদন্ত প্রতিবেদন ১০ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫