রংপুরে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড অন্যজনের যাবজ্জীবন

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, রংপুর

রংপুরে ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত--এর বিচারক মো. তারিখ হোসেন রায় ঘোষণা করেন। এছাড়া মামলায় একজনকে খালাস দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন রংপুরের পীরগাছা উপজেলার দেউতি গ্রামের আফছার আলীর ছেলে মেহেদী হাসান সাগর (২৫) যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন একই গ্রামের দৌলত মিয়ার ছেলে শাকিল মিয়া (২৫)

মামলা আদালত সূত্রে জানা যায়, নগরীর ৩৩ নং ওয়ার্ডের মেকুরা মধ্যপাড়া গ্রামের আবু সিদ্দিক মিয়ার ছেলে জুয়েল রানার (২৮) সঙ্গে বালি উত্তোলন নিয়ে আসামিদের সঙ্গে  বিরোধ চলছিল। ২০১৮ সালের ২৬ জুলাই সন্ধ্যার পর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি জুয়েল। পরদিন সকালে মেকুরা পাঠানটারী গ্রামের ঘাঘট নদীর তীরে একটি ভুট্টা ক্ষেতে মাথা পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫