টিচার অ্যাপ্রুভড ব্যাজ পেল মীনা গেম ২

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক

শিক্ষণীয় বিনোদনমূলক গেম হিসেবে গুগল প্লে স্টোরে টিচার অ্যাপ্রুভড ব্যাজ অর্জন করেছে মীনা গেম ২। জনপ্রিয় শিশুতোষ কার্টুন সিরিজ মীনাকে নিয়ে গেমের দুটি সংস্করণ তৈরি করা হলো।

ইউনিসেফের অর্থায়নে মীনা গেম তৈরি করেছে দেশীয় গেমিং প্রতিষ্ঠান রাইজআপল্যাবস।

টিচার অ্যাপ্রুভড প্রোগ্রাম হলো গুগল প্লে স্টোরের একটি নতুন সংযোজন। যেখানে শিক্ষক মিডিয়া বিশেষজ্ঞরা শিশুদের জন্য উপকারী অ্যাপগুলোর সুপারিশ করেন।

গেমটির বিষয়ে রাইজআপল্যাবসের প্রতিষ্ঠাতা সিইও এরশাদুল হক বলেন, বাংলাদেশের জনপ্রিয় কার্টুন সিরিজ মীনা। শিশুদের আনন্দের মাধ্যমে শেখানোর জন্য মীনা গেম জনপ্রিয়তা পায়। সে অনুপ্রেরণা থেকে আমরা মীনা গেম সম্পূর্ণ থ্রিডিতে তৈরি করেছি। এখানে একজন মা নবজাতকের যত্ন নেয়ার সম্পূর্ণ গল্প ফুটিয়ে তোলা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫