জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় ১ কোটি ৫০ লাখ ডলার অনুদান রিয়ান্নার

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২২

বণিক বার্তা ডেস্ক

জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা মোট ১৮টি সংগঠনকে কোটি ৫০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন পপ সংগীতশিল্পী রিয়ান্না। ঘোষণা অনুযায়ী রিয়ান্নার অলাভজনক প্রতিষ্ঠান ক্লারা লিওনেল ফাউন্ডেশনের মাধ্যমে অনুদান দেয়া হবে। খবর এপি।

যুক্তরাষ্ট্র সাতটি ক্যারিবীয় দেশে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে ১৮ সংগঠন। এর মধ্যে রয়েছে ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স, দি ইন্ডিজেনাস এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক দ্য মুভমেন্ট ফর ব্ল্যাক লাইভসসহ আরো বেশ কয়েকটি সংগঠন।

এক বিবৃতিতে রিয়ান্না জানান, ঘন ঘন জলবায়ু বিপর্যয় হচ্ছে। তার সঙ্গে বাড়ছে এর তীব্রতাও। জলবায়ু বিপর্যয় সব সম্প্রদায়ের ওপর একই রকম প্রভাব ফেলে না। বিশেষ করে দ্বীপরাষ্ট্রবাসী কৃষ্ণাঙ্গরা জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের শিকার। অসমতা দূরীকরণই রিয়ান্নার দাতব্য সংস্থাটি প্রতিষ্ঠার কারণ। এটি জলবায়ু ন্যায়বিচার জলবায়ু স্থিতিস্থাপকতাকে অগ্রাধিকার দেয়।

অনুদানে রিয়ান্নার অংশীদার হিসেবে থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডোরসির দাতা সংস্থা হ্যাশট্যাগ স্টার্টস্মল। বিশেষত নারী, এলজিবিটি, কৃষ্ণাঙ্গ আদিবাসী সম্প্রদায়ের নেতারা জলবায়ু পরিবর্তনের কারণে অধিকতর ঝুঁকিতে থাকায় অনুদানের হিস্যা পাবেন।

বিষয়ে ক্লারা লিওনেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাস্টিন লুকাস বলেন, অনুদানকারীদের অবশ্যই তৃণমূল পর্যায়ের সংগঠনগুলোর সঙ্গে অংশীদারিত্ব তৈরি করতে হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫