হাইব্রিড পিকআপ ম্যাভেরিকের ক্রয়াদেশ নেয়া বন্ধ করছে ফোর্ড

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২২

ম্যাভেরিক পিকআপের খুচরা ক্রয়াদেশ নেয়া বন্ধ করছে ফোর্ড মোটর। গত বছরের মাঝামাঝিতে সাশ্রয়ী মূল্যের হাইব্রিড পিকআপটি বাজারে নিয়ে এসেছিল মার্কিন গাড়ি নির্মাতা সংস্থাটি। সক্ষমতার তুলনায় চাহিদা ছাড়িয়ে যাওয়ায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ থেকে নতুন ক্রয়াদেশ নেয়া বন্ধ করে দিচ্ছে ফোর্ড। পরিবর্তে সংস্থাটি বিদ্যমান ক্রয়াদেশের ওপর মনোযোগ দেবে। যদিও গ্রাহকরা স্থানীয় ডিলারের কাছ থেকে গাড়িটি কিনতে পারবেন। ২০২৩ সালের মাঝামাঝিতে পুনরায় ম্যাভেরিকের ক্রয়াদেশ নেয়া শুরু করবে বলে জানিয়েছে ফোর্ড। পিকআপটির প্রারম্ভিক মূল্য ২০ হাজার ডলারেরও নিচে। রয়টার্স


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫