ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ড

দগ্ধ ৩০ জনকে আর্থিক সহায়তা

প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩০ জনকে আর্থিক সহায়তা দিয়েছে লন্ডনভিত্তিক প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াচ ইন্টারন্যাশনাল ইউকে। গতকাল সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে উপস্থিত ২০ জনের হাতে নগদ হাজার টাকা করে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল আলম। এছাড়া আরো ১০ জনকে সংগঠনের পক্ষ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়াচ ইন্টারন্যাশনাল ইউকের পরিচালক মহিউদ্দিন মনজু।

ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত। অনুষ্ঠানে লঞ্চে অগ্নিদগ্ধ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। যারা উপস্থিত হতে পারেননি, তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫