বিদায়ী বছর রেকর্ড ইস্পাত উৎপাদন তুরস্কের

প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২২

বণিক বার্তা ডেস্ক

অপরিশোধিত ইস্পাত উৎপাদনে বিশ্বের অষ্টম শীর্ষ দেশ তুরস্ক। দেশটি ইস্পাত উৎপাদন খাত সাফল্যের সঙ্গে ২০২১ সাল পার করেছে। বছর ধাতব পণ্যটি উৎপাদনে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে তুরস্ক। এক্ষেত্রে প্রভাবকের ভূমিকা পালন করেছে অবকাঠামো শিল্প উন্নয়ন খাতে পণ্যটির ঊর্ধ্বমুখী চাহিদা। খবর আনাদোলু এজেন্সি।

টার্কিশ স্টিল প্রডিউসারস অ্যাসোসিয়েশন (টিসিইউডি) সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ২০২১ সালে দেশটির ইস্পাত উৎপাদনের তথ্য সংকলন করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিদায়ী বছর তুরস্কের অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের তুলনায় ১২ দশমিক শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে কোটি লাখ টনে।

বৈশ্বিক শুল্কহারের প্রতিবন্ধকতা, কাঁচামাল জ্বালানি সংকট এবং কার্বন নিঃসরণ রোধের লক্ষ্যএসব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সাফল্যের সঙ্গেই বছর শেষ করেছে দেশটির ইস্পাত উৎপাদন খাত।

অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ২০২০ সালের জুনের দিকে তুরস্কের অপরিশোধিত ইস্পাত উৎপাদন ঊর্ধ্বমুখী ধারায় ফিরে আসে। মহামারীর কারণে কমে গেলেও আংশিকভাবে বাজারে পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হয়। বিবৃতিতে আরো বলা হয়, যদি প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ সংকট কমানো যায়, তবে উৎপাদন আরো বাড়ানো সম্ভব। চলমান ঊর্ধ্বমুখী বিনিয়োগ দেশটির উৎপাদন সক্ষমতাকে জোরদার করছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫