প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে ইথিওপিয়ার কফি রফতানি আয়

প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২২

বণিক বার্তা ডেস্ক

ইথিওপিয়া কফি রফতানিতে বিশ্বের চতুর্থ শীর্ষ দেশ। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশটি পানীয় পণ্যটি রফতানি করে প্রত্যাশার চেয়ে ২০ শতাংশ বেশি আয় করেছে। ইথিওপিয়ান কফি অ্যান্ড টি অথরিটির বরাত দিয়ে ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (ইবিসি) তথ্য জানিয়েছে।

তথ্য বলছে, বিদায়ী বছরের জুলাইয়ে ইথিওপিয়ায় অর্থবছর শুরু হয়েছে। অর্থবছরের প্রথমার্ধে দেশটি লাখ ৪৮ হাজার ৮৮২ টন কফি রফতানি করে। রফতানীকৃত কফি থেকে আয় এসেছে ৫৭ কোটি ৮০ লাখ ডলার। আগের অর্থবছরের তুলনায় রফতানি আয় বেড়েছে ৯০ শতাংশ।

ইবিসির দেয়া তথ্যানুযায়ী, অর্থবছরের প্রথম ছয় মাসে ইথিওপিয়া থেকে সবচেয়ে বেশি কফি আমদানি করেছে জার্মানি। এর পরই রয়েছে সৌদি আরব জাপান। এর আগের অর্থবছর আফ্রিকার শীর্ষস্থানীয় কফি উৎপাদক দেশটির রফতানি আয় শতাংশ বাড়ে, যা ছিল রেকর্ড সর্বোচ্চ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫