রিবোকের প্রথম স্মার্টওয়াচ অ্যাকটিভফিট ১

প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২২

বণিক বার্তা ডেস্ক

এশিয়ার বাজারে প্রথম স্মার্টওয়াচ উন্মুক্ত করেছে যুক্তরাজ্যভিত্তিক স্পোর্টসওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রিবোক। ২০০৫ সাল থেকে ২০২১-এর শেষ পর্যন্ত এটি জার্মানির অ্যাডিডাসের অধীনে পরিচালিত হয়ে আসছিল। অ্যাকটিভফিট নামে ভারতের বাজারে স্মার্টওয়াচটি আনা হয়েছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।

নতুন ওয়্যারেবল ডিভাইসটিতে টাচস্ক্রিন ডিসপ্লে, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মিটারসহ বেশকিছু ফিচার রয়েছে।

রিবোক অ্যাকটিভফিট স্মার্টওয়াচে গোলাকার ডায়াল-সংবলিত দশমিক ইঞ্চির এইচডি টাচস্ক্রিন ডিসপ্লে দেয়া হয়েছে। ওয়্যারেবল ডিভাইসটিতে নেভিগেশনের জন্য সাইড মাউন্টেড বাটন পরিধানের জন্য সিলিকন স্ট্র্যাপ রয়েছে। যেকোনো স্মার্টফোনের সঙ্গে ডিভাইসটি যুক্ত করা যাবে। এতে ব্যবহারকারীর ফোনকল, মেসেজ, সামাজিক যোগাযোগমাধ্যমের নোটিফিকেশন দেখা যাবে। এছাড়া ব্যবহারকারীরা এর মাধ্যমে মিউজিক প্লেব্যাক, ক্যামেরা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।

স্মার্টফোনের সঙ্গে রিবোক অ্যাকটিভফিট স্মার্টওয়াচ ব্যবহারে বুস্টফিট নামে আলাদা অ্যাপ রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা পছন্দের ওয়াচফেস ডায়াল ডিজাইন পরিবর্তন করতে পারবেন। নতুন ওয়্যারেবল ডিভাইসটি আইপি৬৭ সার্টিফাইড। তাই ধুলাবালি পানির ঝাপটায় স্মার্টওয়াচটির কোনো ক্ষতি হবে না। অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচটিতে ওয়াকিং, সাইক্লিং, হাইকিং, ব্যাডমিন্টন, ফুটবল, রানিং, ইয়োগা, স্কিপিংসহ ১৫টি স্পোর্টস মোড রয়েছে।

হার্টরেট মনিটরের পাশাপাশি রিবোক অ্যাকটিভফিট স্মার্টওয়াচে এসপিও২, রক্তচাপ স্লিপ ট্র্যাকিং ফিচার রয়েছে। এতে অ্যালার্ম, স্টপওয়াচ, দীর্ঘ সময় বসে থাকার রিমাইন্ডারসহ সাধারণ কিছু ফিচারও রয়েছে। ওয়্যারেবল ডিভাইসটি আবহাওয়া, ক্যালরি স্টেপসের তথ্যও দেয়। নতুন স্মার্টওয়াচের ব্যাটারি টানা ১৫ দিন ব্যাকআপ প্রদানে সক্ষম বলে দাবি প্রতিষ্ঠানটির। এর ওজন ৩৫ গ্রাম।

ভারতের বাজারে ব্ল্যাক, ব্লু, নেভি রেড রঙে স্মার্টওয়াচটি পাওয়া যাবে। এর মূল্য হাজার ৪৯৯ রুপি। বাংলাদেশী টাকায় যা হাজার থেকে হাজার টাকার মধ্যে। বাজার বিশ্লেষকদের আশা ডিভাইসটি অ্যামাজফিট, ফায়ার বোল্ট, নয়েজ, রিয়েলমিসহ অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫