আর্ম অধিগ্রহণ থেকে সরে দাঁড়াচ্ছে এনভিডিয়া

প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২২

বণিক বার্তা ডেস্ক

হাজার কোটি ডলারে ব্রিটিশ কোম্পানি আর্ম অধিগ্রহণ থেকে সরে দাঁড়াচ্ছে এনভিডিয়া করপোরেশন। বিষয় সম্পর্কে অবগত সূত্রের বরাতে তথ্য নিশ্চিত করেছে ব্লুমবার্গ।

যুক্তরাষ্ট্রভিত্তিক এনভিডিয়া জানায়, অধিগ্রহণটি সম্পন্নের আশা দেখছেন না তারা। অন্যদিকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়ার প্রস্তুতি চলছে বলে জানায় সফটব্যাংক নিয়ন্ত্রণাধীন আর্ম।

মার্কিন ব্রিটিশ তদারকি সংস্থার চাপের মুখে অধিগ্রহণ এগিয়ে নেয়া কঠিন ঠেকেছিল। গত ডিসেম্বরে অধিগ্রহণ ঠেকাতে মামলার হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এছাড়া যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের অ্যান্ট্রিট্রাস্ট ডিভিশন জানায়, প্রতিযোগিতা নীতি লঙ্ঘনকারী যেকোনো অধিগ্রহণ একীভবন অনুমোদন দেবে না তারা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫