শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থীকে জালালাবাদ থানায় হস্তান্তর

প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২২

বণিক বার্তা অনলাইন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে আটক পাঁচ সাবেক শিক্ষার্থীকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সংস্থাটির একটি টিম তাদের ঢাকার বিভিন্ন স্থান থেকে আটক করেছে। আটককৃতদের বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।।

আজ মঙ্গলবার বিকালে বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ। 

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। 

এর আগে, গতকাল সোমবার রাজধানীর উত্তরা ও ফার্মগেট এলাকা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে তাদের পরিবার। তবে সিআইডির কেউই তাদের আটকের বিষয়ে কোনো মন্তব্য করেননি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫