৭ ফেব্রুয়ারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু

প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২২

বণিক বার্তা অনলাইন

শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে স্থগিত পরীক্ষা ফের শুরুর তারিখ ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ফের শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া সকল পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের পরীক্ষার সংশোধিত সময়সূচি দেখতে পাবেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.nu.ac.bd তে। 

নভেল করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সবধরনের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এরআগে সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে অবিলম্বে পরীক্ষাগ্রহণের তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করেন তারা।  মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আক্তারুজ্জামান ৭ ফেব্রুয়ারি থেকে চতুর্থবর্ষের পরীক্ষা গ্রহণ এবং পর্যায়ক্রমে অন্যান্য পরীক্ষা রুটিন দেয়ার ঘোষণা দিলে শিক্ষার্থীরা মানববন্ধন শেষ করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫