২০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দেবে ম্যারিকো বাংলাদেশ

প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক

২০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ  ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এফএমসিজি খাতের বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। চলতি হিসাব বছরের তিন প্রান্তিকের (এপ্রিল-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ লভ্যাংশের ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৫ ফেব্রুয়ারি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ম্যারিকো বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ টাকা ৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৭৯ টাকা ৩৫ পয়সা। তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ২৭ টাকা ৩৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময় আয় ছিল ২২ টাকা ৬৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ৪ পয়সায়। যেখানে আগের হিসাব বছরের একই সময় শেষে এনএভিপিএস ছিল ৫৩ টাকা ২৫ পয়সা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫