নাটোরে জোড়া খুন মামলা

সাতজনের ৭ বছর করে কারাদণ্ড

প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, নাটোর

নাটোরের সিংড়ায় জোড়া খুন মামলায় সাতজনের সাত বছর করে কারাদণ্ড একজনকে খালাস দিয়েছেন আদালত। এছাড়া সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল দুপুরে নাটোরের জেলা দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন রায় দেন। আদালত সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ২৭ জানুয়ারি উপজেলার চৌগ্রাম ইউনিয়নের মৌগ্রামে শবেবরাতের রাতে শিরনি বিতরণকে কেন্দ্র করে আক্কাস আলী, সিকিম প্রামাণিকের সঙ্গে কুদ্দুস আলীর সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কুদ্দুস সমর্থকদের হামলায় আক্কাস সিকিম আহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। ঘটনায় নিহত সিকিমের ছেলে আমির হামজা বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি হত্যা মামলা করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল কুদ্দুস, মসলেম উদ্দিন, দুলাল হোসেন, আফসার আলী, শাহাদাৎ হোসেন, রেজাউল ইসলাম মো. ওয়াদুদ। খালাস পেয়েছেন আব্দুল জলিল। এছাড়া মামলার অপর দুই আসামি মৃত্যুবরণ করেছেন।

মামলার রায় পড়ে শোনানোর সময় অভিযুক্তরা আদালতে হাজির ছিলেন। পরে অভিযুক্তদের কারাগারে নিয়ে যাওয়া হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫