ফু-ওয়াং ফুডসের ৮৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের ৮৪ লাখের বেশি শেয়ার বিক্রির ঘোষণা দেয়া হয়েছে। কোম্পানিটির তিনজন পরিচালক এসব শেয়ার বিক্রি করবেন। ওই তিন পরিচালক হলেন আরিফ আহমেদ চৌধুরী, আফসানা তারান্নুম লুবাবা তাবাসসুম। কোম্পানির মালিকানা পরিবর্তন-সংক্রান্ত ইস্যুর অংশ হিসেবে এসব শেয়ার বিক্রি করবেন তারা। কিনবে বাংলাদেশী বংশোদ্ভূত জাপানি নাগরিক মিয়া মামুনের প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ। এর মাধ্যমে ফু-ওয়াং ফুডসের মালিকানায় আসতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যমতে, বর্তমানে আরিফ আহমেদ চৌধুরীর কাছে ফু-ওয়াং ফুডসের ৪৯ লাখ ৭৮ হাজার ৪০৭টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি মিনোরি বাংলাদেশের কাছে ৩৯ লাখ ৮২ হাজার ৭২৬টি শেয়ার বিক্রি করবেন। এছাড়া আফসানা তারান্নুম লুবাবা তাবাসসুমের কাছে কোম্পানিটির ২২ লাখ ৩০ হাজার করে শেয়ার রয়েছে। দুজনই তাদের হাতে থাকা পুরো শেয়ার বিক্রি করবেন। সব মিলিয়ে তিন পরিচালক কোম্পানিটির ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি শেয়ার বিক্রি করবেন। শেয়ার ক্রয় চুক্তির (এসপিএ) অংশ হিসেবে এসব শেয়ার কিনবে মিনোরি বাংলাদেশ।  ডিএসইর মাধ্যমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি সম্পন্ন করা হবে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০৮তম কমিশন সভায় ফু-ওয়াং ফুডসের মালিকানা পরিবর্তন পরিকল্পনা অনুমোদন করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫