মিসরের তৈরি পোশাক রফতানি সর্বকালের সর্বোচ্চে

প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২২

বণিক বার্তা ডেস্ক

২০২১ সালে মূল্যের হিসাবে মিসরের তৈরি পোশাক খাতের রফতানি সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। গত বছর ২৪৯ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। রফতানি আয়ের পরিমাণ আগের বছরের ১৪৫ কোটির চেয়ে ৪১ শতাংশ বেশি। খবর আরব নিউজ।

রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট কাউন্সিল জানিয়েছে, ২০২১ সালে ২৩টি নতুন কারখানা রফতানি কার্যক্রমে যুক্ত হয়েছে।

কাউন্সিলের প্রধান মেরি লুইস বলেন, প্রচারণামূলক বিপণন পরিষেবাগুলো অন্তর্ভুক্ত করতে কাউন্সিলের সরবরাহ করা পরিষেবাগুলো প্রসারিত করা হচ্ছে। আমরা রফতানিকারকদের জন্য -মার্কেটিং সরঞ্জাম তৈরির জন্য বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছি।

তৈরি পাশাকের রফতানিতে যুক্ত কাউন্সিল চারটি আন্তর্জাতিক স্থানীয় প্রদর্শনীতেও অংশ নিয়েছে। পাশাপাশি ৩৩টি রফতানির সুযোগ তৈরি করেছে। এছাড়া রফতানিকারক ক্রেতাদের মধ্যে ২২টি দ্বিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।

মেরি লুইস বলেন, রফতানিকারকদের রফতানি সক্ষমতা উৎপাদন দক্ষমতা বাড়ানোর জন্য কাউন্সিল ৩২টি কর্মশালা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫