বিপিএল ২০২২

ঢাকার কাছে বরিশালের হার, খুলনার সামনে টার্গেট ১৯১

প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২২

ক্রীড়া ডেস্ক

টি২০ ক্রিকেটের সুপারস্টার ক্রিস গেইল স্কোয়াডে যোগ দেয়ায় বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে দারুণভাবে উজ্জীবিত হয় ফরচুন বরিশাল। যদিও গেইলকে নিয়ে মাঠে নেমেই তারা পেল হারের স্বাদ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সাকিব আল হাসানের দলকে ৪ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের মিনিস্টার গ্রুপ ঢাকা। এদিকে আজ সন্ধ্যার ম্যাচে খুলনা টাইগার্সকে ১৯১ রানের বিশাল টার্গেট ছুড়ে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।


ঢাকা জিতেছে ১৫ বল হাতে রেখে। অথচ একটি পর্যায়ে মনে হচ্ছিল, বড় হারের মুখে পড়বে মাহমুদউল্লাহর দল। ১৩০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শফিকুল ইসলাম ও আলজারি জোসেফের তোপের মুখে ১০ রানের মধ্যেই চার উইকেট নেই ঢাকার। তামিম ইকবাল শূন্য, মোহাম্মদ শাহজাদ ৫, মোহাম্মদ নাইম ৪ ও জহুরুল ইসলাম শূন্য রানে আউট হন। সেখান থেকে দারুণ লড়াইয়ে ৬২ বলে ৬৯ রানের পার্টনারশিপ গড়ে ঢাকার জয়ের ভিত গড়ে দেন মাহমুদউল্লাহ ও শুভাগত হোম। শুভাগত ২৫ বলে ২৯ রান করে আউট হওয়ার পর ক্যারিবিয়ান হার্ডহিটার আন্দ্রে রাসেলকে নিয়ে ২৫ বলে ৫০ রান যোগ করে ঢাকার জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ। রাসেল ১৫ বলে ৩১ রান করেন। ৪৭ বলে ৪৭ রান করার পাশাপাশি বল হাতে একটি উইকেট ও দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন মাহমুদউল্লাহ।


টানা দুই হারের পর অবশেষে জয় পেল ঢাকা। অন্যদিকে, বরিশাল দুই ম্যাচ খেলে একটি জিতেছে, একটিতে হেরেছে।

 

 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫