প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার

দলীয় পদ হারালেন দুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান রুপা

প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া

ঢাকায় সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা নাসরিন রুপাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল দুপুরে বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আল রাজি জুয়েল জানান, ঢাকায় সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবা নাসরীন রুপার বিরুদ্ধে গণমাধ্যমে প্রচারিত প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক নিন্দনীয়। তার ধরনের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এজন্য তাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হলো।

জানা যায়, শুক্রবার রাতে রাজধানীর মিরপুর, তেজগাঁও শিল্পাঞ্চল কাকরাইল এলাকায় সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ১০ জনের মধ্যে ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য দুপচাঁচিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরীন রুপা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫