প্রথম টি২০তে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশ: জানুয়ারি ২৩, ২০২২

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজে বিধ্বস্ত ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে সম্পূর্ণ ভিন্ন দল পাঠায় ওয়েস্ট ইন্ডিজে। এই দলটিকে সিরিজের প্রথম ম্যাচে গুঁড়িয়ে দিয়েছে ক্যারিবিয়ানরা। বার্বাডোজের কেনসিংটন ওভালে শনিবার (বাংলাদেশ সময় রোববার ভোর) আগে ব্যাটিং করতে নেমে অতিথিরা ১৯.৪ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে ৯ উইকেট ও ১৭ বল হাতে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

৪-০তে অ্যাশেজ পরাজয় নিশ্চিত হওয়ার ঠিক ছয়দিন পর ও ১০ হাজার মাইল দূরের স্টেডিয়ামে টি২০ সিরিজে হারে সূচনা করল ইংল্যান্ড। যদিও এদিন খেলেছে ইয়োন মরগানের নেতৃত্বাধীন ভিন্ন একটি দল। এই দলটিকে রীতিমতো উড়িয়ে দিল স্বাগতিকরা। জেসন হোল্ডারের খুনে বোলিংয়ের সামনে ৪৯ রানেই ৭ উইকেট হারিয়ে বসে অতিথিরা। ক্রিস জর্ডান (২৮) ও আদিল রশিদের (২২) ব্যাটে ভর দিয়ে একশ পার পার হয় ইংলিশরা। তাতে অবশ্য হার এড়ানো যায়নি। ব্র্যান্ডন কিং (৪৯ বলে ৫২*), শাই হোপ (২০) ও নিকোলাস পুরানের (২৭*) ব্যাটে ভর করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবিয়ানরা।

৭ রানে ৪ উইকেট শিকার করা হোল্ডার হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। 

আজ একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ, যা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।  


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫