চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৩৩.০১%

প্রকাশ: জানুয়ারি ২২, ২০২২

নিজস্ব প্রতিবেদক , চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে গতকাল নতুন করে আরো হাজার ১৭ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। সময় শনাক্তের হার ৩৩ দশমিক শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় মারা গেছে একজন।

চট্টগ্রামে এখন পর্যন্ত লাখ হাজার ৩৯৩ জন কভিডে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে নগরীর ৭৯ হাজার ৮৩১ জন উপজেলার ২৯ হাজার ৫৬২ জন। কভিডে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৭২৮ জনই নগরীর।

গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে হাজার ৮০ জনের নমুনা পরীক্ষা করে হাজার ১৭ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮০৭ জনই চট্টগ্রাম নগরীর, বাকি ২১০ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে প্রতিদিনই কভিডে আক্রান্তের হার বাড়ছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বড় অভাব দেখা যাচ্ছে। সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে চলাচল করার জন্য সাধারণ মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫