যুব ক্রিকেট বিশ্বকাপ শুরু

কভিড মোকাবেলায় আইসিসির বায়ো সিকিউরিটি প্রটোকল

প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গতকাল শুরু হয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চতুর্দশ আসর। আসরকে চোখ রাঙাচ্ছে মহামারী কভিড-১৯-এর ওমিক্রন আর ডেল্টা ধরন। ভাইরাস মোকাবেলায় বিশেষ পদক্ষেপ নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এজন্য বিশেষ দল গঠন করেছে আইসিসি।

আইসিসি গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষ বায়ো সিকিউরিটি প্রটোকল তৈরি করা হয়েছে। মহামারী মোকাবেলায় বায়োসেফটি সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ (বিএসএজি) নামে একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছে।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের যেসব ভেনুতে খেলা হবে, সেখানকার সরকারের প্রতিনিধিরা বিএসএজি বিশেষজ্ঞ দলে থাকবেন। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেকটি দেশের প্রতিনিধিরাও থাকবেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫