পাবনায় বিভিন্ন ক্রীড়া স্থাপনার উদ্বোধন

প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পাবনার সার্কিট হাউজ-সংলগ্ন শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে নির্মাণাধীন বিভিন্ন ক্রীড়া স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ক্রীড়া স্থাপনাগুলো হলো পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের উন্নয়ন আধুনিকায়ন, পাবনা জেলা সুইমিংপুলের আধুনিকায়ন প্রকল্প, পাবনা জেলা ইনডোর ক্রিকেট নেট প্র্যাকটিস গ্রাউন্ড নির্মাণ, পাবনা জেলা টেনিস কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।

পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নুরুজ্জামান বিশ্বাস এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো. মোশারফ হোসেন মোল্লা, এনএসসির পরিচালক (যুগ্ম সচিব), শাহ আলম সরদার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫