এক্সবক্স ওয়ান কনসোলের উৎপাদন বন্ধ মাইক্রোসফটের

প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২২

বণিক বার্তা ডেস্ক

পরবর্তী প্রজন্মের উৎপাদন কার্যক্রম গতিশীল করতে এক্সবক্স ওয়ানের কনসোল উৎপাদন বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। সম্প্রতি এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে সফটওয়্যার নির্মাতা জায়ান্টটি। খবর রয়টার্স।

মাইক্রোসফটের এক্সবক্স কনসোল প্রডাক্ট মার্কেটিংয়ের সিনিয়র ডিরেক্টর সিন্ডি ওয়াকার বলেন, এক্সবক্স সিরিজ এক্স/এসের উৎপাদনে মনোনিবেশ করতে আমরা ২০২০ সালের শেষে এক্সবক্স ওয়ান কনসোলের উৎপাদন বন্ধ করে দিয়েছি। একই বছর এক্সবক্স সিরিজ এক্স উন্মোচনের পরপর এক্সবক্স ওয়ান এক্স ডিজিটাল এক্সবক্স ওয়ানের উৎপাদন বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রায় সাত বছর পর ২০২০ সালের নভেম্বরে এক্সবক্স সিরিজ এক্সের নতুন দুটি মডেল বাজারজাত করেছে সফটওয়্যার জায়ান্টটি। কভিড-১৯ মহামারীতে গেমিং খাতে গ্রাহকদের ব্যয় বাড়ায় বাজার বিস্তারে উদ্যোগ নিয়েছিল প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্বের বিভিন্ন শিল্প খাত মারাত্মক চিপ সংকটের সম্মুখীন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অনেক পণ্য উৎপাদন বাজারজাত পিছিয়ে গেছে। গত নভেম্বরের দিকেই বিজনেস ডেইলিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সরবরাহ সংকটের কারণে নিনতেন্দো পূর্বনির্ধারিত পরিমাণের তুলনায় ২০ শতাংশ কম সুইচ ডিভাইস উৎপাদন করবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫