অটোমোবাইল শিল্প

ভারতে ইকিউএস সেডান সংযোজন করবে মার্সিডিজ বেঞ্জ

প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২২

বণিক বার্তা ডেস্ক

ভারতে ইকিউএস সেডান সংযোজনের পরিকল্পনা করেছে মার্সিডিজ বেঞ্জ। চলতি বছরই কার্যক্রম শুরু করতে যাচ্ছে জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা সংস্থাটি। এশিয়াজুড়ে বিদ্যুচ্চালিত যানবাহন ছড়িয়ে দেয়ার পরিকল্পনার অংশ হিসেবে উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রথম কোনো বৈশ্বিক বিলাসবহুল গাড়ি নির্মাতা হিসেবে ভারতে বিদ্যুচ্চালিত যানবাহন সংযোজন শুরু করতে যাচ্ছে মার্সিডিজ বেঞ্জ। চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) স্থানীয়ভাবে সংযোজন করা ইকিউএস ভারতীয় বাজারে বিক্রি শুরু হবে বলে আশা প্রকাশ করেন মার্সিডিজ বেঞ্জের ভারতীয় ইউনিটের প্রধান মার্টিন শোয়েঙ্ক।

তবে ভারতে এখনো বিদ্যুচ্চালিত গাড়ি সেভাবে জনপ্রিয়তা পায়নি। মূলত উচ্চমূল্য চার্জিং অবকাঠামোর অভাবে দেশটিতে বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি পিছিয়ে আছে। এছাড়া কম চাহিদা ব্যাটারি উৎপাদনসহ স্থানীয় সরবরাহ ব্যবস্থার অভাবে দেশটিতে বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনও পিছিয়ে রয়েছে। তবে উচ্চ আমদানি শুল্ক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে আমদানি করা গাড়িতে ১০০ শতাংশেরও বেশি কর দিতে হয়। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলা আমদানি করের হার ৪০ শতাংশে নিয়ে আসার জন্য গত বছর থেকে ভারত সরকারের সঙ্গে আলোচনা করছে।

ভারতে বিদ্যুচ্চালিত গাড়ি সংযোজনে মার্সিডিজ কী পরিমাণ বিনিয়োগ করছে, সে সম্পর্কে মন্তব্য করেননি মার্টিন শোয়েঙ্ক। তবে তিনি বলেন, গত দুই বছরে ভারতে কোটি ৪০ লাখ ডলার (৪০০ কোটি রুপি) বিনিয়োগ করেছে মার্সিডিজ বেঞ্জ। এর মাধ্যমে দেশটিতে সংস্থাটির মোট বিনিয়োগ ৩৫ কোটি ১০ লাখ ডলারে পৌঁছেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫