খনিজ উত্তোলন খাতে মিসরের নতুন বিনিয়োগ পরিকল্পনা

প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২২

বণিক বার্তা ডেস্ক

২০২৬ সাল নাগাদ জিডিপিতে খনিজ উত্তোলন খাতের অবদান ১০ গুণ বাড়াতে নতুন বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে মিসরের তেলমন্ত্রী তারেক এল মোল্লা। লক্ষ্যমাত্রা অর্জনে খাতটিকে বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় কেন্দ্রে পরিণত করতে কাজ করবে দেশটির মন্ত্রণালয়। খবর আরব নিউজ।

গত মার্চে পরিকল্পনার কিছু অংশের কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক পর্যায়ে খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, সমাধান প্রদানকারী বিভিন্ন দেশের সরকারকে একত্র করতে মিসর ভার্চুয়াল মাইনিং শোর আয়োজন করে। বিশেষ করে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে এবং খাতের সম্ভাব্য সুযোগগুলোর যথার্থ ব্যবহার নিশ্চিত করতেই আয়োজন করা হয়।

পণ্যের কাঁচামাল, আকরিক লোহা, মূল্যবান ধাতু অধাতুসহ মিসর একাধিক খনিজ উপাদানে সমৃদ্ধ। পূর্ব মরুভূমি সিনাই উপদ্বীপে থাকা খনিজ উপাদানগুলো পুরো দেশেই বিস্তৃত। গড়ে কোটি ৮০ লাখ টন টানটালাইট, পাঁচ কোটি টন কয়লা কোটি ৭০ লাখ আউন্স স্বর্ণের মজুদসহ মিসর বিশ্বের অন্যতম খনিজ উত্তোলন কেন্দ্র হওয়ার সম্ভাবনায় রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫