পদ্মা ব্যাংক এমডির পুর্ননিয়োগ অনুমোদন করেনি কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশ: জানুয়ারি ১১, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এহসান খসরুর পুর্ননিয়োগের আবেদন অনুমোদন করেনি কেন্দ্রীয় ব্যাংক। এমডি পদের জন্য নির্ধারিত বয়সসীমা পার হয়ে যাওয়ার কারণে তার নিয়োগ অনুমোদন করা হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংক কোম্পানি আইনে এমডি পদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত রয়েছে ৬৫ বছর। এরইমধ্যে এহসান খসরুর বয়স ৬৫ পেরিয়ে গেলেও তাকে এমডি পদে আবারো নিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করে পদ্মা ব্যাংক। ব্যাংকটির এ আবেদনের পরিপ্রেক্ষিতে বয়সসীমা বিবেচনায় সম্প্রতি এ আবেদন অনুমোদন না করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।

২০১৮ সালের ৪ জানুয়ারি পদ্মা ব্যাংকের এমডি হিসেবে তিন বছরের জন্য এহসান খসরুর নিয়োগ অনুমোদন করে কেন্দ্রীয় ব্যাংক। পদ্মা ব্যাংকের যোগ দেয়ার আগে তিনি প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা পদে ছিলেন। এছাড়া তিনি প্রাইম ব্যাংকের এমডি হিসেবেও কাজ করেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫