নিবন্ধন ছাড়াই টিকা নিতে পারবে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী

প্রকাশ: জানুয়ারি ১০, ২০২২

বণিক বার্তা অনলাইন

এখন থেকে নিবন্ধন ছাড়াই শিক্ষার্থীরা কভিড-১৯ প্রতিরোধী টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়েই টিকা পাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৮ বছর প্রমাণ হলেই টিকা পেয়ে যাবে। আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। 

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না করার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সীমিত পরিসরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখা হবে। তবে ১২ জানুয়ারির আগে যেসব শিক্ষার্থীরা কভিডের এক ডোজ টিকা নিয়েছে তারা স্বশরীরে ক্লাস করতে পারবে। আর টিকা বিহীন শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস ও  অ্যাসাইনমেন্ট জমা দেবে। দেশের সকল শিক্ষার্থী অন্তত এক ডোজ টিকা নেয়া হলেই স্বশরীরে ক্লাস করতে পারবে।

ডা. দীপু মনি বলেন, দেশে ১২ থেকে ১৮ বছর বয়সী মোট শিক্ষার্থী রয়েছে ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন। এসব শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৪৪ লাখ, দ্বিতীয় ডোজ পেয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫৫৪ জন। এখন পর্যন্ত টিকা পেয়েছে ৪৮ লাখ ১৯ হাজার ৫৪৪ জন শিক্ষার্থী। 

দেশের সরকারি, বেসরকারি, জাতীয়, উন্মুক্ত ও ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় মিলে মোট শিক্ষার্থী রয়েছেন ৪৪ লাখ ৩৪ হাজার ৪৫১ জন। তাদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ২৩ লাখ ২৮ হাজার ৪৬৮ জন। দ্বিতীয় ডোজ পেয়েছে ১৭ লাখ ১৩ হাজার ৩০২ জন। মোট নিবন্ধন করেছেন ২৭ লাখ ৩১ হাজার ২৮৭ জন শিক্ষার্থী।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫