শেয়ার বিক্রি করবেন সোনালী পেপারের পরিচালক

প্রকাশ: জানুয়ারি ০৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের অন্যতম পরিচালক মোহাম্মাদ জাভেদ নোমান। নিজের কাছে থাকা কোম্পানিটির ৯৬ লাখ ৭১ হাজার ৬১৯টি শেয়ারের মধ্যে লাখ বিক্রি করবেন তিনি। ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করা হবে। বিদ্যমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার বিক্রি সম্পন্ন করবেন তিনি। ডিএসইর মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে কোম্পানিটি।

২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সোনালী পেপারের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। বর্তমান পরিশোধিত মূলধন ২১ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৯৮ কোটি ৪৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৪৬০। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৭১ দশমিক ৫১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ২৬ সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৭ দশমিক ২৩ শতাংশ শেয়ার রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫