একীভূতকরণ স্কিমে ফার কেমিক্যালের পর্ষদের অনুমোদন

প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক

এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে একীভূতকরণের খসড়া স্কিমে অনুমোদন দিয়েছে মূল প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার হাইকোর্টের অনুমোদন পাওয়ার পর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সিকিউরিটিজ আইন লঙ্ঘন আর্থিক প্রতিবেদনে অসংগতি থাকায় গত বছর এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করা হয়। তবে কোম্পানিকেই একীভূত করার বিষয়ে গত মাসের শুরুতে সিদ্ধান্ত নেয় ফার কেমিক্যালের পর্ষদ, যার খসড়া একীভূতকরণের স্কিম পর্ষদের অনুমোদন পেল। স্কিম সফলভাবে সম্পন্ন হলে এসএফ টেক্সটাইলের সব দায় সম্পদ অধিগ্রহণের মাধ্যমে ফার কেমিক্যালের সঙ্গে একীভূত করা হবে।

জানা গেছে, এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের প্রডাকশন ইউনিট নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার কেমিক্যালের নিজস্ব জমিতে অবস্থিত। কোম্পানিটি ২০১৬ সাল থেকে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে। ৪২ হাজার ২৫০ স্পিন্ডল কটন, ভিসকস সিভিসি ইয়ার্ন স্পিনিং উৎপাদনের সক্ষমতা রয়েছে এসএফ টেক্সটাইলের।

এদিকে কুমিল্লা ইপিজেডে অবস্থিত ডিসপোজাল কেমিক্যাল কারখানা স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে ফার কেমিক্যালের পরিচালনা পর্ষদ। ডিসপোজাল কারখানার শেড, প্লান্ট অন্যান্য সরঞ্জাম রূপগঞ্জে কোম্পানিটির নিজস্ব জমিতে স্থানান্তর করতে চায় কোম্পানিটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর এটি বাস্তবায়ন করা হবে।

ডিএসইতে গতকাল ফার কেমিক্যালের শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ১১ টাকা ৪০ পয়সা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫