লাভেলোর আইপিও অর্থব্যয়

পরিবর্তিত পরিকল্পনায় শেয়ারহোল্ডারদের অনুমোদন

প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তহবিল ব্যবহার পরিবর্তনের প্রস্তাবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমোদন নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির ১০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এটি অনুমোদন করা হয়। পাশাপাশি সভায় ২০২০-২১ হিসাব বছরের জন্য সুপারিশকৃত ১১ শতাংশ নগদ লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য এজেন্ডা অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। স্টক এক্সচেঞ্জ কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন দাঁতিন শামীমা নার্গিস হকের সভাপতিত্বে এজিএমে উপস্থিত ছিলেন কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দাঁতো মো. একরামুল হক, পরিচালক মুহসীনিনা তাওফিকা একরাম, স্বতন্ত্র পরিচালক ইমতিয়াজ লুত্ফুল বাসেত, কোম্পানি সচিব একেএম জাকারিয়া হোসেন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মুশতাক আহমদ।

প্রসপেক্টাস অনুযায়ী, আইপিও তহবিলের অর্থ দিয়ে কোন বেকিং মেশিন কিনতে চেয়েছিল তাওফিকা ফুডস। কিন্তু বাজারের পরিবর্তিত চাহিদা পূরণ আইসক্রিমের উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য এটির পরিবর্তে রোলো স্টিক আইসক্রিম মেশিন আনুষঙ্গিক অন্যান্য সরঞ্জাম কিনবে কোম্পানিটি। এজন্য আইপিও তহবিল ব্যবহারের পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে তাদের। এতে শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন ছিল, যা গতকালের এজিএম থেকে নেয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫