জেএমআই হসপিটালের বিডিং

ইআইদের সর্বনিম্ন আবেদনসীমা ২০ লাখ টাকা

প্রকাশ: ডিসেম্বর ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের (ইআই) সর্বনিম্ন আবেদনসীমা কমানো হয়েছে। যোগ্য বিনিয়োগকারীদের কমপক্ষে ৫০ লাখ টাকা বিনিয়োগের কথা থাকলেও এটি কমিয়ে ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল-ইসলামের সভাপতিত্বে ৮০৪তম কমিশন সভায় গতকাল এর অনুমোদন দেয়া হয়।

আগামী জানুয়ারি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের বিডিং শুরু হবে। এদিন বিকাল ৫টায় শুরু হয়ে বিডিং চলবে ১২ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। সময়ে যোগ্য বিনিয়োগকারীরা প্রান্তসীমা (কাটঅফ প্রাইস) নির্ধারণে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) বিডিংয়ে অংশ নিতে পারবেন। বিডিং সমাপ্ত হওয়ার পর ইএসএসের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের ভ্যালুয়েশন রিপোর্ট জমা দিতে হবে। ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে ১৭ জানুয়ারি একই সময় পর্যন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে বিডিংয়ের পুরো অর্থ পরিশোধ করতে হবে। বিডিং ফি দিতে হবে  হাজার টাকা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫