সিভিও পেট্রোকেমিক্যালের ১০% স্টক লভ্যাংশ অনুমোদন

প্রকাশ: ডিসেম্বর ২৭, ২০২১

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন পুঁজিবাজারে তালিকভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের শেয়ারহোল্ডাররা। গতকাল ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির ৩৬তম এজিএমে লভ্যাংশ অনুমোদন করা হয়।

গতকালের এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আলম শামীম। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এএইচএম হাবিব উল্ল্যাহ, পরিচালক মো. আমিন, মো. আলী মরতুজা, মো. এমরানুল হক, জোবেদা খানম শাফী, মোহাম্মদ মহসিন সাকি নুরে হাবিব নোমান, স্বতন্ত্র পরিচালক ইঞ্জিনিয়ার ইসহাক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজবাহুর রাহমান, বহিঃনিরীক্ষক কে. এম. হাসান অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউনটেন্টের সিনিয়র পার্টনার মো. আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস, কোম্পানি সচিব খাজা মঈন উদ্দিন হোসেন এবং ভারপ্রাপ্ত প্রধান হিসাব কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫