ডিএসইর সম্মেলনে বিএসইসি চেয়ারম্যান

দুই সপ্তাহের মধ্যে আইপিও অনুমোদন

প্রকাশ: ডিসেম্বর ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক

আইপিওর অনুমোদন প্রক্রিয়া সহজ করার জন্য একটি চেকলিস্ট দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুযায়ী প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিলে নতুন আইপিও অনুমোদন দিতে বিএসইসির দুই সপ্তাহের বেশি লাগবে না বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি জানান, কোম্পানিগুলো চেক লিস্ট অনুযায়ী কাগজপত্র জমা না দেয়ায় আইপিও অনুমোদনের সময় বেশি লাগে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা সুযোগ শীর্ষক সম্মেলনটি রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারে গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়। বিভিন্ন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চেম্বার প্রতিনিধিদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়। পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সুবিধা সম্পর্কে করপোরেট কোম্পানিগুলোকে অবগত করার জন্য সম্মেলনের আয়োজন করা হয়। ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কমিশনার . শেখ শামসুদ্দিন আহমদ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার খুবই ব্যবসাবান্ধব। সরকারের সর্বোচ্চ পর্যায়ে নির্দেশনা হলো নিয়ম-নীতির মধ্যে ব্যবসাকে অগ্রাধিকার দিয়ে জনগণকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা সহযোগিতা দেয়া। বিএসইসির কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ। এর  প্রতিটি ডেস্কই হলো হেল্প ডেস্ক। উদ্যোক্তাদের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।

সম্মেলনে ৪৬টি ব্যবসায়িক গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা তালিকাভুক্তির বিষয়ে নিজেদের বক্তব্য পরামর্শ তুলে ধরেন।  


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫