বরিশালে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড ও জরিমানা

প্রকাশ: ডিসেম্বর ০৮, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

ভুয়া এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সঙ্গে প্রতারণা করায় রফিকুল ইসলাম (৪৯) নামের এক হাতুড়ে চিকিৎসককে কারাদণ্ড জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দরসংলগ্ন নীলখোলা এলাকার। গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম প্রিন্স ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সময় ভুয়া এমবিবিএস চিকিৎসক রফিকুল ইসলামকে এক বছরের কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। একই সঙ্গে ভুয়া চিকিৎসককে আশ্রয়দাতা টরকী বন্দরের আনোয়ারা মেডিকেল হলের স্বত্বাধিকারী মো. শহীদুল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড দেয়া হয়। তিনি তাত্ক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম শেরপুর সদরের চরমুচারিয়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, রফিকুল ইসলাম নিজে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে সাইনবোর্ডসহ প্যাডে এমবিবিএস চিকিৎসক লিখে টরকী বন্দরে আনোয়ারা মেডিকেল হলে বসে দীর্ঘদিন রোগীদের চিকিৎসা সেবার নামে প্রতারণা করে আসছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫