অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের

প্রকাশ: ডিসেম্বর ০৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক

গত মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বীমা খাতের কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের সাম্প্রতিক শেয়ারদর বৃদ্ধি লেনদেন বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে তথ্য জানিয়েছে কোম্পানিটি।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, বছরের নভেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্তির পর থেকেই ধারাবাহিকভাবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারদর বাড়ছে। গত নভেম্বর ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১১ টাকা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ার ৭৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। গত ডিসেম্বর একদিনেই কোম্পানিটির সর্বোচ্চ ৪৫ লাখের বেশি শেয়ার লেনদেন হয়েছে। সর্বশেষ গতকাল কোম্পানিটির ৩৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে।

ফিক্সড প্রাইস পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার বরাদ্দ চলে বছরের অক্টোবর পর্যন্ত। আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে। কোম্পানিটির সাবস্ক্রিপশন শেষে সাধারণ বিনিয়োগকারীরা তাদের ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে ১৯টি শেয়ার বরাদ্দ পায়। প্রবাসী বিনিয়োগকারীরা ৩৩টি করে শেয়ার বরাদ্দ পেয়েছে। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীসহ মোট ৫২৮৪টি আবেদন বাতিল করা হয়। উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস ক্রয়, তফসিলি ব্যাংকে স্থায়ী আমানত আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।

চলতি ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৪৫ পয়সা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫