গোয়ালন্দে যমজ তিন শিশুর পরিবারের পাশে ইউএনও

প্রকাশ: ডিসেম্বর ০৫, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, রাজবাড়ী

যমজ তিন সন্তানের খাবার জোগাতে দিশেহারা পরিবার শিরোনামে বণিক বার্তায় সংবাদ প্রকাশের পর রাজবাড়ীর গোয়ালন্দে ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন।

গতকাল দুুপুরে নদীভাঙনের সর্বস্বান্ত ববিতা-কিরণ দম্পতির বাড়িতে গিয়ে যমজ তিন শিশুর সহায়তায় তিন মাসের শিশুখাদ্য নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন তিনি। সময় আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হূদয়, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমুখ।

ইউএনও আজিজুল হক খান মামুন বলেন, আজ শিশুদের জন্য সহায়তা করতে পেরে আমি অনেক আনন্দিত। আপাতত ব্যক্তিগতভাবে বাচ্চাদের জন্য তিন মাসের শিশুখাদ্য কিছু নগদ অর্থের ব্যবস্থা করে দিয়েছি। আমি যত দিন এখানে থাকব পর্যায়ক্রমে তাদের সহযোগিতা করে যাব।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫