হাফ ভাড়ার দাবিতে টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

প্রকাশ: ডিসেম্বর ০৫, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর

গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা টঙ্গী কলেজ গেট এলাকায় মহাসড়কের এক লেনে (ময়মনসিংহমুখী) সড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সারা দেশের শিক্ষার্থীরা পুরো ভাড়া দেবে, রাজধানীর শিক্ষার্থীরা হাফ ভাড়া দেবে, এটা কেমন করে হয়। এক দেশে দুই নিয়ম হবে কেন? তাছাড়া ঢাকার বাইরের শিক্ষার্থীদের পরিবার অসচ্ছল। সবার আগে ঢাকার বাইরের শিক্ষার্থীদের হাফ ভাড়ার আওতায় আনতে হবে।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিত করার দাবিতে সারা দেশের মতো টঙ্গীতেও শিক্ষার্থীরা আধা ঘণ্টা মহাসড়কের এক লেন অবরোধ করে বিক্ষোভ করেন। সময় ওই সড়কের ময়মনসিংহমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভরত শিক্ষার্থীদের বুঝিয়ে বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে সমাধান করা হবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের আশ্বাস দিলে তারা আধা ঘণ্টা পর বেলা ১১টার দিকে মহাসড়ক থেকে সরে যান। পরে ময়মনসিংহমুখী লেনে যান চলাচল স্বাভাবিক হয়। কিন্ত কিছুক্ষণ পর আবারও শিক্ষার্থীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ করেন। দুপুর ১২টার দিকে পুলিশ তাদের বুঝিয়ে সেখান থেকেও সরিয়ে দেয়।

ব্রিতে কৃষিযন্ত্রবিষয়ক কর্মশালা : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে কৃষিযন্ত্র ব্যবহারের সম্ভাব্যতা যাচাই এবং ব্যবহার বৃদ্ধিবিষয়ক এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ব্রি সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনের ভিআইপি সভাকক্ষে কর্মশালা হয়। কেজিএফ-বিকেজিইটির অর্থায়নে পরিচালিত সিজিপি প্রকল্প ভ্যালিডেশন এ্যান্ড আপস্কেলিং অব রাইস ট্রান্সপ্লান্টিং অ্যান্ড হারভেস্টিং টেকনোলজি ইন দ্য সিলেক্টড সাইটস অব বাংলাদেশের  (ভিআরটিএইচবি) প্রারম্ভিক কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক . মো. শাহজাহান কবীর। প্রধান অতিথি ছিলেন কেজিএফের (কৃষি গবেষণা ফাউন্ডেশন) নির্বাহী চেয়ারম্যান . জীবন কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন সাধারণ পরিচর্যা) . মো. আবু বকর ছিদ্দিক এবং ব্রির পরিচালক (গবেষণা) . মোহাম্মদ খালেকুজ্জমান। প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করেন প্রকল্পের প্রধান গবেষক এবং এফএমপিএইচটি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা . মো. আনোয়ার হোসেন। প্রকল্প প্রস্তাবনার ওপর প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক . মো. আব্দুল ওয়াহাব এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি যন্ত্র বিভাগের প্রধান অধ্যাপক . মো. হামিদুল ইসলাম।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫