ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিতকরণ সভা

প্রকাশ: ডিসেম্বর ০৫, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়ত-উদ-দৌলা খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বীর বাঙালি মহান মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়ে আত্মত্যাগ করেছিল বলেই বাংলাদেশ আজ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। দেশ স্বাধীন হওয়ার মধ্য দিয়ে দেশের মানুষের আর্থ-সামাজিক পরিবর্তন ঘটেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫